Thursday, October 30

স্টাফ রিপোর্টার
২৩ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্বচ্ছ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে বডি ক্যাম, সিসিটিভি ও ড্রোন ব্যবহারের প্রস্তাব উত্থাপিত হয়।”

অন্য এক প্রসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যাতে এই কনস্যুলেটের পূর্ণাঙ্গ অনলাইন সার্ভিস সুবিধা থাকে এবং উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সেটি কার্যকর হয়।”

Leave A Reply


Math Captcha
53 − 46 =