Thursday, October 30

চট্টগ্রাম প্রতিনিধি
২৩ অক্টোবর, ২০২৫

জালিয়াতির মাধ্যমে পৌরকর কমিয়ে রাষ্ট্রীয় রাজস্বে ক্ষতিসাধনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের রাজস্ব বিভাগে এই অভিযান চালায় দুদকের একটি দল।

অভিযোগ অনুযায়ী, কর হিসাবের ফিল্ডবুকের তথ্য ঘষামাজা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। ২৬ কোটি টাকার জায়গায় দেখানো হয় মাত্র ৬ কোটি টাকা, ২৫ কোটির জায়গায় মাত্র ৫ কোটি টাকা। গৃহকর আদায়ে প্রায় ৪০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে।

পুরো ঘটনায় জড়িত রয়েছেন রাজস্ব বিভাগের দুই কর্মকর্তা ও তাদের তিন সহকারী। এ জালিয়াতির সুবিধাভোগী প্রতিষ্ঠান হিসেবে উঠে এসেছে ইসহাক ব্রাদার্সইনকনট্রেড লিমিটেড নামের দুটি কোম্পানির নাম।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন জানান, অভ্যন্তরীণ তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় রাজস্ব বিভাগের কর কর্মকর্তা নুরুল আলম ও উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রাণী দেআহসান উল্লাহকে

দুদকের জেলা কার্যালয় (চট্টগ্রাম-১) এর সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, “প্রাথমিক তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সুবিধাভোগী দুই প্রতিষ্ঠানেরও দায় রয়েছে বলে মনে হচ্ছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শিগগিরই মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হবে।

Leave A Reply


Math Captcha
1 + 3 =