Wednesday, October 29

আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি। এরপরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে প্রতারণা হবে।”

তিনি আরও বলেন, “যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য স্বাক্ষর করেছে। তবে এটিকে এখন আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছি।”

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, “বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু রাজনৈতিক দল সমঝোতায় গেছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি তা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি, বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারাই গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।”

দলীয় প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “ইসি যদি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিতে চায়, এনসিপি তা মেনে নেবে না।”

উল্লেখ্য, নানা অনিশ্চয়তা কাটিয়ে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়। এতে ২৫টি রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করার পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে অনুষ্ঠানে এনসিপিসহ কয়েকটি বামপন্থী দল অংশ নেয়নি।

Leave A Reply


Math Captcha
37 − 34 =