স্প্যানিশ লা লিগায় সেভিয়ার মাঠে ৪-১ গোলে হেরে শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করেছে বার্সেলোনা। রোববারের এই হারের ফলে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ১৩তম মিনিটে সফল স্পট কিকে বার্সেলোনার সাবেক উইঙ্গার আলেক্সিস সানচেস সেভিয়াকে এগিয়ে নেন। ৩৬তম মিনিটে জুলস কুন্দের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান ইসাক রোমেরো। প্রথমার্ধের শেষ সময়ে মার্কাস রাশফোর্ড একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেন।
দ্বিতীয়ার্ধে ভালো খেললেও গোলের সুযোগ নষ্ট করে বার্সেলোনা। ৭৩তম মিনিটে আলেসান্দ্রো বালদে বক্সে ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি বাইরে মেরে হতাশ করেন রবার্ট লেভানদোভস্কি।
শেষ সময়ে দুটি গোল হজম করে বড় হারে মাঠ ছাড়ে কাতালানরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হোসে আনহেল কারমোনা এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অ্যাকর অ্যাডামস সেভিয়ার জয় নিশ্চিত করেন।
এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠেছে সেভিয়া। ১৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারিয়াল।