রাবিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এবারও ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) সি ইউনিট, ১৭ জানুয়ারি (শনিবার) এ ইউনিট এবং ২৪ জানুয়ারি (শনিবার) বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে—প্রথম শিফট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

প্রসঙ্গত, এবারও ভর্তি পরীক্ষা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নয়, বরং দেশের ছয়টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। রাজশাহীর পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালেও পরীক্ষা নেওয়া হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সহজে অংশগ্রহণ করতে পারে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভাপতিত্ব করেন।

সভায় আরও জানানো হয়, ভর্তি পরীক্ষার বিস্তারিত নির্দেশিকা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *