ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যকে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘গুরুতর হুমকি’ আখ্যা দিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এসব বক্তব্য আঞ্চলিক শান্তিকে বিঘ্নিত করে ‘অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত’ উসকে দিতে পারে।
ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিংয়ের বক্তব্যের সমালোচনা করে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, মে মাসের সংঘাতে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রমাণহীন’।
আইএসপিআর আরও সতর্ক করে জানায়, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে, তবে ‘ভারতের মানচিত্রও মুছে যাবে’। নতুন কোনো সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দু ছাড় দেবে না এবং এর পরিণতি হবে ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’।
গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। ভারত পরিচালনা করে ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তান পাল্টা চালায় ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।