নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের তিনটি গ্রামে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ভারী বৃষ্টির সঙ্গে এই ঝড় বয়ে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে কিশোরগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া অনেক গবাদিপশুও আহত হয়েছে। আহত পশুগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের একটি টিম কাজ করছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানান, ঝড়ে অসংখ্য গাছ রাস্তার ওপর ভেঙে পড়ায় দুর্গত এলাকায় ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছাতে পারছেন না। এজন্য চেয়ারম্যান ও মেম্বারের সহায়তায় কাঠুরিয়াদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, দুর্গত এলাকায় উদ্ধারকর্মীরা কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনো জানা যায়নি।