চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিইউজের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরা জার্নালিস্ট পারভেজ রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সবুর শুভ।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ইতিহাস হলো সংগ্রামের ইতিহাস। কখনো রাষ্ট্রযন্ত্রের সঙ্গে, কখনো রাজনৈতিক পেশিশক্তির সঙ্গে লড়াই করে সাংবাদিক সমাজ এগিয়ে গেছে। আজও সেই বাস্তবতার কোনো ব্যতিক্রম নেই। সাংবাদিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, আর রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী হিসেবে পুলিশ প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, আমরা জানি কারা এই হামলার সঙ্গে জড়িত। প্রশাসনেরও অজানা নয়। এরা অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় পাহাড় দখল, ভূমি দখলসহ নানা অপকর্ম চালিয়েছে। এখনো রূপ বদলে অন্য রাজনৈতিক দলের আশ্রয়ে সক্রিয় রয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিকরা সংশ্লিষ্ট দপ্তরের উঠানে গিয়ে দাঁড়াবে।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেন, হামলাকারীরা যত শক্তিশালীই হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে। দলমতের বিবেচনা করা হবে না।

তিনি বলেন, এলাকাটি এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদের সহযোগিতায় আমরা সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করব।

এ সময় হামলার শিকার সাংবাদিক হোসাইন আহমেদ জিয়াদ জঙ্গল সলিমপুরে ঘটে যাওয়া হামলার বর্ণনা দেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

পরে চট্টগ্রাম রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)-এর পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়, যেখানে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

রোববার (৫ অক্টোবর) সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরা জার্নালিস্ট পারভেজ রহমান। এসময় সন্ত্রাসীরা তাদের ক্যামেরা, মোবাইল ফোন ভাঙচুর করে এবং সাংবাদিকদের আইডি কার্ড ছিনিয়ে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *