গাজায় আইডিএফের বোমাবর্ষণ অব্যাহত, কায়রোতে শান্তি বৈঠক শুরু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর বরাত দিয়ে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজা সিটি ও অন্যান্য এলাকায় আইডিএফের হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন।

এদিকে গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যে নতুন পরিকল্পনা পেশ করেছেন, তাতে প্রাথমিক সম্মতি জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস। পরিকল্পনাটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ সোমবার থেকে মিসরের রাজধানী কায়রোতে বৈঠক শুরু হয়েছে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, এই বৈঠকে অংশ নিচ্ছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও হামাসের প্রতিনিধিরা। বৈঠকের আলোচ্যসূচিতে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি প্রাধান্য পাচ্ছে।

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, কায়রোর বৈঠক ব্যর্থ হলে ফের পূর্ণমাত্রায় গাজায় অভিযান শুরু করবে আইডিএফ।

এদিকে ইসরায়েলের সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানিয়েছেন, কায়রোর বৈঠকের স্থায়িত্ব হবে সর্বোচ্চ কয়েক দিন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কায়রোর বৈঠককে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অংশগ্রহণকারীদের দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *