ইসরায়েলের হাতে আটকের পর যা বললেন গ্রেটা থুনবার্গ

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ গাজার দিকে এগোচ্ছে এমন মানবিক মিশন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র প্রায় ২০০ জন বা আরও বেশি অ্যাকটিভিস্ট ইসরায়েলি নৌবাহিনীর হাতে বুধবার রাতে আটক হন। আটকের পর আজ দুপুর ১২টায় গ্রেটা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি বলেন, “আমি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আটক হয়েছি। আমাদের মিশন শান্তিপূর্ণ ছিল এবং আমরা আন্তর্জাতিক আইন মেনে গাজার দিকে এগোচ্ছিলাম। অনুগ্রহ করে আমাদের দেশের সরকারকে বলুন, তারা আমাদের অবিলম্বে মুক্তির জন্য দাবি জানাক।”

ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার গতিরোধ করে ১৩টি নৌযান আটক করে। আটকদের মধ্যে ছিলেন গ্রেটার ছাড়াও বিভিন্ন দেশের আইনজীবী, সাংবাদিক, ইউরোপীয় সংসদ সদস্য এবং খ্যাতনামা ব্যক্তিত্ব। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন বাংলাদেশের আলোকচিত্র শিল্পী শহীদুল আলম, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও তুরস্কসহ নানা দেশের প্রতিনিধি।

ফ্লোটিলায় মোট ৪৪–৪৭টি নৌযান অংশ নেয়, যেখানে প্রায় ৪৪টি দেশের ৫০০ জনের বেশি কর্মী ছিলেন। তারা গাজার জন্য খাদ্য, পানি পরিশোধক ও ওষুধসহ বিভিন্ন মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল। আয়োজকেরা এটি শান্তিপূর্ণ মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, লক্ষ্য ছিল ২০০৭ সাল থেকে গাজার ওপর আরোপিত ইসরায়েলি অবরোধ ভাঙা।

অবশ্য আটককালে কিছু নৌযানে পানি কামান ও ধাক্কার মতো আক্রমণ চালানো হয়। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, আটক নৌযানগুলোতে ৩৭টি দেশের ২০১ জনের বেশি মানুষ ছিলেন, এর মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন।

অবশিষ্ট নৌযানগুলো এখনও গাজার পথে এগোচ্ছে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়ে গেছে। অনুমান করা হচ্ছে, আগামী সময় আরও আটক অভিযান হতে পারে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ৩০টি নৌযান গাজার দিকে অগ্রসর হচ্ছিল, বর্তমানে তারা গাজা থেকে ৪৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *